আজ বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ অপরাহ্
মোহাম্মদ নাজীম উদ্দিন রিদয়।
——-++-+—————–++++-+-++++
জীবন তো এক নদীর খেলা
ভেঙ্গে ভেঙ্গে যাই বেলা,
…..এক বুক কষ্ট নিয়ে
………একা পথ চলা।
কখনো চলে আসে জীবনে
কালো মেঘ ঐ অন্ধকার,
কখনো চলে আসে জীবনে
……..কষ্টের হাহাকার।
শত কষ্টের মাঝে ও একা পথ চলা
জীবন তো এক নদীর খেলা,
শত ব্যথা বুকে নিয়ে দিতে হয় অনেক দূর পাড়ি
সাজাতে হয় সুন্দর একা বাড়ী।
জীবন তো নদী ভরা জল
…..জল যদি থাকে সারাক্ষণ,
……দেখতে আসে আপনজন
জল যদি যাই শুখিয়ে নেই মুখ পিরিয়ে প্রিজন।
জীবন তো এক নদীর খেলে
শত ব্যথা নিয়ে একা পথ চলা,
জীবনে পরিচ হয় অনেকের সাথে
স্বার্থ দেখলে আসে ছুটে না দেখলে যাই দূরে।
জীবন তো এক নদীর খেলা।