আজ রবিবার, ১১ এপ্রিল ২০২১, ১২:২২ অপরাহ্
৭নং জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি -মহিরা হিখাইন – মালিয়ারা সড়কের বেহাল অবস্থা, দেখার কেউ নেই।
হাজী দিদার স্টাফ রিপোর্টার বিডি সংবাদ৭১ চট্টগ্রাম শহরের পথদুয়ার পটিয়া থানার অন্তগত সিটি করপোরেশন এর পাাাা ইউনিয়ন ৭ নং জিরি ইউনিয়ন ঐতিহ্যবাহী এই ইউনিয়ন এরই অন্তগত “দক্ষিণ জিরি” এ যেন অভিবাবক হীন জন প্রতিনিধি শূন্য এলাকা দেখে ও দেখার কেউ নেই। ৭নং জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি শেেরসা কলোনি -মহিরা হিখাইন – মালিয়ারা সড়ক।
যেখানে শত শত লোকের চলেফেরা এই রোড দিয়ে। ২০০৪ সালের পরে এখানে একটা মাটি কনা ও পড়ে নাই, অথচ ৭ নং জিরি ইউনিয়নে নাকি ২ কোটি টাকার কাজ হয়েছে। স্কুলে যাতায়াতগামী ছাত্র-ছাত্রীদের প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হয়। অসুস্থ ব্যক্তিদের যোগাযোগের অক্ষম হওয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুমুখে পড়তে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২১ কিভাবে সম্ভব? যদি একটা রাস্তার যদি হয় এই বেহাল অবস্থা। মাননীয় এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান,
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসকসহ সকল উর্ধ্বতন কর্মকতাদের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী তারা বলেন ৭নং জিরি ইউনিয়ন শহরের খুব নিকটের একটি গ্রাম এই গ্রামে আছে ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামী ইউনিভার্সিটি জিরি, রয়েছে পাছঁটি ঐতিহ্যবাহী হায় ও প্রাইমারি স্কুল, রয়েছে অসংখ্য গুনিজনদের আনাগোনা এমন একটি গ্রামের রাস্তার এমন বেহাল অবস্থা জনমনে অসন্তোষ দেখা দিয়েছে এলাকাবাসীর একটাই দাবী অবিলম্বে উক্ত রাস্তার সংস্কার করা হোক এখানে জনশ্রুতি রয়েছে উক্ত এলাকার চেয়ারম্যান বরাদ্দকৃত সিংহভাগই তার নিজের এলাকায় ও স্বজনপ্রীতির কারণে অন্যান্য ওয়াড গুলো তুলনামূলক বরাদ্দ থেকে বঞ্চিত এহেন কার্যক্রম চলতে থাকলে এলাকাবাসী বাদ্দ্য হয়ে তার অপসারণের এর জন্য আন্দোলন করতে বরাদ্দ্য হবে বলে জানান এলাকা বাসী , অবিলম্বে এই রাস্তার সংস্কার এর মাধ্যমে এলাকার মুরুব্বি নারী পুরুষ ছাত্র ছাত্রীদের ভোগান্তি থেকে রক্ষাকরার জন্য মাননীয় হুইপ ও এমপি মহোদয় জনাব শামসুল হক সাহেবকে এগিয়ে আসার আহবান জানান, সূত্র বিডি সংবাদ একাত্তর,