৬ দিনেও যোগাযোগ করেনি জলদস্যুরা জানালেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মো. মিজানুল ইসলাম।
মোঃ আলী রাশেদ,চট্টগ্রাম প্রতিনিধি বিডি সংবাদ ৭১ ৭১জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ’র দস্যুরা গত ছয় দিনেও জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনও দাবি-দাওয়া জানায়নি। তবে মালিকপক্ষ নিজ থেকে মধ্যস্থতার জন্য বেশ কিছু মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছে। যাতে জাহাজসহ নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।
সোমবার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য জানান কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মো. মিজানুল ইসলাম বলেন, ‘জাহাজে জিম্মি সব নাবিক সুস্থ আছেন। শনিবার রাতেও এক নাবিক জাহাজ থেকে ফোন করে মালিকদের জানিয়েছে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে। আমরা চেষ্টা করছি, নাবিকদের যাতে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা যায়। এ জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যে মধ্যস্থতার জন্য বিভিন্ন মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছি। তবে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি।এদিকে, গত ছয় দিন ধরে জিম্মি জাহাজের ২৩ নাবিকের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
আপনার মতামত লিখুন :