রফিক চৌধুরী বিডি সংবাদ ৭১
কল্যাণ সমিতির অভিষেক********* ১০-১২ -২০২০ ইং রোজ বৃহস্পতিবার একঝাক তরুনদের নিয়ে অভিষিক্ত হলো সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতি সকল দল মতের উর্ধ্বে উঠে প্রানের জন্মভুমি শরীয়তপুরের সকল কৃতি সন্তানদের মুষ্টিবদ্ধ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হল সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতি। সমিতির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মদিনা স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মুসা আব্দুল জলিল সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী বোরহান উদ্দীন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমর তাঁতী এবং এই সমিতির উদ্যক্তা হিসাবে যাদের পরিশ্রম ও মেধায় এই সমিতির আলোর মুখ দেখেছেন তাদের মধ্যে অন্যতম সাহআলম সাফা,রনি মাঝি, জাফর ঢালী, নাজমুল ঢালী সোহাগ ব্যাপারী,সাইফুল ইসলাম নান্নু, ইব্রাহীম ব্যাপারী সহ আরো অনেকে এই সমিতির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত আবুল বাশার মোল্লা ও সুলতান সরদার অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন নাজমুল ঢালী প্রধান অতিথি তার বক্তব্য বলেন এই সমিতি যেন মানুষের কল্যাণে অসহায়দের পাশে দাড়াতে পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে মিলে মিশে ভাতৃত্বের বন্ধনে এগিয়ে যেতে হবে অনুষ্ঠানের বিরতিতে নৈশভোজের আয়োজন করা হয় নৈশভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় বাংলাদেশী শিল্পী আকিলা ও শিল্পী নোওরাজের কন্ঠে গানে গানে মাতিয়ে তোলেন তাদের সাথে আরো শিল্পী অমল দা, সেলিম রেজা হিরা সহ আরো অনেকে
আপনার মতামত লিখুন :