বিডি সংবাদ একাত্তর ডেস্ক সৌদি আরবে অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখাই আমাদের বিডি সংবাদ ৭১ এর সম্পাদক ও সৌদি আরব অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি রফিক চৌধুরী কে বিশেষ সম্মমনা ক্র্যাচ প্রধান করেন, জেদ্দার সুনামধন্য শুভেচ্চা ব্যান্ড।
সম্মমনা ক্রাচ টি প্রধান করেন শুভেচ্চা ব্যান্ডের কর্ণধর ও সুযোগ্য চেয়ারম্যান আজিজুল হক মিলন,
এসময় সাথে ছিলেন ইলেক্ট্রনিকস মিডিয়া অব রিপোর্টার্স এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি ও চ্যানেল আই মক্কা প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন ইউনুস, আরটিভি জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জ্বল,বাংলাদেশ সৌদি কালচারাল ফোরামের সভাপতি জনাব আশ্রাফ আলিম,সদস্য এবি এস রাব্বি, ইউটুবার বিন মিশাল।তাৎকানিকএক প্রতিক্রিয়াই রফিকচৌধুরী শুভেচ্চা ব্যান্ডের চেয়ারম্যান আজিজুল হক মিলন৷৷কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এর পর আমার কাজের দায়ীত্ব আরও বেড়ে গেল,আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ ও ঈদ মোবারক
এছাড়া ও উপস্থিত ছিলেন
এন টিভি, প্রতিনিধি মাসুদ সেলিম, একুশে টিভি প্রতিনিধি মোহাাম্মদ ফিরোজ,
এশিয়া টিভি কাউসার আব্দু সালাম,সময় টিভি আল-মামুন শিপন বাংলা টিভির হেমায়েত উল্লাহ মাই টিভির মোবারক হোসেন ভুইঁয়া, বঙ্গ টিভি প্রতিনিধি ও সৌদি আরব অনলাইন সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক এস,এম, আবু আলম, সব শেষ ছিল বি এস টিম পরিচালিত, শুভেচ্ছা ব্যান্ড আয়োজিত, ঈদ আনন্দ উৎসব। উক্ত অনুষ্ঠানে পরিনত হয় এক মরুর দেশে প্রানের মেলা, কারণ দীর্ঘ দুই বৎসর পর এবার প্রবাসীরা উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে তার আনন্দিত, এই আনন্দে দর্শক মাতিয়ে তুলেন বাংলাদেশ থেকে আগত শিল্পী ইসরাত জাহান, চ্যানেল আই ক্ষুদে গান রাজ শিল্পী ইমরান, আকিঁলা হাসান, ও নৃত্য পরিবেশন করেন লাভলু আহমেদ ও তার দল,, এছাড়া ও উপস্থিত ছিলেন জেদ্দার সুনামধন্য ব্যাক্তি বর্গ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক,
সাংস্কৃতিক নেতৃবৃন্দ। সূত্র বিডি সংবাদ একাত্তর।
আপনার মতামত লিখুন :