প্রতিবারের  মত এবার”ঐতিহ্যীবাহী জেদ্দার জনপ্রিয় শুভেচ্ছা ব্যান্ডের কর্ণধার আজিজুল হক মিলনের পরিকল্পনায় ও আল মামুনএর উপস্থাপনায়  বৈশ্বিক করোনা নিয়ে গুনি জনদের ভাবনা শীর্ষক ভার্চুয়াল লাইভ করে আসছিলেন ধারাবাহিক ভাবে।  বৈর্শিক করোনা র কারণে যখন জনজীবন এ বিপর্যস্ত তখনি দর্শকদের মনে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য আয়োজন করে ছিলেন এই অনুশ্ঠান এতে অংশ নেন দেশের নামিদামী জনপ্রিয় শিল্পি অভিনেতা কবি নাঠ্যকার  এক কথায় বলতে গেলে মরুর দেশে তারার মেলা ঘটিয়ে ছিল এই শুভেচ্চা ব্যান্ডের প্রতিশ্ঠাতা জনাব আজিজুল হক মিলন তিনি দীর্ঘদিন ধরে জেদ্দায়  সাংসকৃতিক জগতে অবদান রেখে যাচ্চেন শুধু তাই নয় সে  আরবের প্রত্যান্ত অঞ্চলে এলোমেলোহয়ে থাকা প্রতিভা গুলোকে বাছাই করে তাদের প্রশিক্ষণ দিয়ে তার ব্যান্ডের এক পরিবারের  সুতোয় গাঁথা এই শুভেচ্ছাব্যান্ড তারই আয়োজনে এবারের জনপ্রিয়

টপ তারকাদের নিয়ে   শুভেচ্ছা ব্যান্ডের ভার্চুয়াল লাইভ শো তে আজ আসছেন সুপার হিট নায়িকা শাহানুর ও চ্যানেল আই সেরা কন্ঠের নান্নু আপনাদের প্রিয়৷ মুখ সাহানুর  এবং  নান্নুর সাথে আড্ডা দিতে চোখ রাখুন বিডি সংবাদএকাত্তর ফেইজ ও শুভেচ্ছাব্যান্ডের নিজস্ব ফেইজ এ আজ রাত সৌদি আরব  টাইম ৬ টা ৩০ মিঃ ও বাংলাদেশ টাইম ৯ টা ৩০মিঃ নিউজ টি সেয়ার করুন আপনার অনলাইন মাধ্যমে