ল্যাকমে ফ্যাশন উইকে ঝলসে উঠলেন কৃতি, করণ, সোনাক্ষীরা


rafiq প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০১৮, ১৬:৫৯ / ৩০৫
ল্যাকমে ফ্যাশন উইকে ঝলসে উঠলেন কৃতি, করণ, সোনাক্ষীরা

এদিন ল্যাকমে ফ্যাশন উইকের শো স্টপার ছিলেন কৃতি। তরুণ নেহলানির ডিজাইন করা লেহেঙ্গা পরে র‌্যাম্পে হাঁটতে দেখা গেল কৃতিকে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

ডিজাইনার তরুণ নেহলানির ডিজাইন করা গর্জিয়াস পোশাকে দেখা গেল কৃতিকে। খুব তাড়াতাড়ি কৃতির বোন নূপুরকেও দেখা যাবে বলিউডে।

ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে সব থেকে যিনি নজর কাড়লেন তিনি কৃতি শ্যানন

ব্রেকিং নিউজ :
Shares