আজ বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ অপরাহ্
Md Nazim Uddin Hridoy————–
সুন্দর করে চলবো আমি সুন্দর জীবন গড়বো,
বিপদে পাশে থাকবো আমি
পর কে আপন করবো।
নিজের সুখ বিলিয়ে দেবো
দুঃখী মানুষের কাছে,
নিজের খাবার বিলিয়ে দেবো
অনাহারীর কাছে।
থাকবে না তো দুঃখ আর
থাকবে মনে ভালোবাসা,
সবাই মিলে করবো এক
সুন্দর দিনের আশা।
থাকবে না তো ঘৃর্ণিঝর না অন্ধকার
থাকবে শুধু মানবতা থাকবে রঙ্গিন ঘর,
থাকবে আন্তরিকতা আর ভালোবাসা
সবাই মিলে করবো সুন্দর ভবিষ্যৎ টা।
সবাই মিলে রাখি হাতে হাত
করি কাজ সমাজের জন্য,
কেউ হবে না বাজারের পণ্য
রাখি না হাতে হাত সবাই সবার জন্য।