রফিক চৌধুরী——————————বাঁকা চোখের চাহনি, চাপা হাসি আর রহস্যে ঘেরা চেহারায় যে নারী সারা বিশ্বের কোটি কোটি মানুষের হূদয় হরণ করেছে তার নাম ‘মোনালিসা’। পাঁচশ বছর ধরে এই হাসি লাখো কোটি মানুষের হূদয়ে নাড়া দিয়ে যাচ্ছে। হয়তো আরো কয়েক হাজার বছর পরেও মোনালিসার আবেদন এক চুলও কমবে না, বরং বাড়বে। ইতালির বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির তুলিতে অনবদ্য হয়ে উঠেছিল এই মোনালিসা। আনুমানিক ১৫০৩ থেকে ১৫০৭ সাল পর্যন্ত চার বছর ধরে লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন তার সব থেকে আলোচিত চিত্রকর্ম ‘মোনালিসা’। শিল্পরসিক থেকে শুরু করে সাধারণ মানুষ বিশ্বাস করেন, মোনালিসার দৃষ্টি তার দর্শকদের অনুসরণ করে, যেদিক থেকেই মোনালিসাকে দেখা যাক না কেন, মোনালিসার চোখ সেই দিকেই ঘুরে যায়! কিন্তু প্রচলিত সেই ধারণাকেই এবার ‘ভুল’ বলে আখ্যায়িত করেছেন একদল গবেষক। জার্মানির বেলফিল্ড ইউনিভার্সিটির ‘আই-পারসেপশন’ জার্নালে প্রকাশিত এক নিবন্ধে গবেষকরা জানিয়েছেন, মোনালিসা ইফেক্টকে এতোদিন যেভাবে ব্যাখ্যা করা হয় সেটি আসলে তেমন নয়। মোনালিসার চোখ মূলত তার দর্শকের থেকে ১৫ ডিগ্রি ডানে তাকিয়ে থাকে। আরো সহজ করে বললে আপনি যদি হন সেই দর্শক তাহলে ধরে নিবেন আপনার ডান কানের বরাবর তাকিয়ে রয়েছে মোনালিসা, ডান কাঁধের ঠিক উপরে।
বেলফিল্ড ইউনিভার্সিটির সেন্টার অব এক্সসিলেন্স-কগনিটিভ ইন্টারএকশন টেকনোলোজির (সিআইটিইসি) সহকারী অধ্যাপক গারনোত হোরস্টম্যান এবং গবেষণা সহকারী সাবাস্তিয়ান লোথ ২৪ জন অংশগ্রহণকারীর কাছে মোনালিসার চাহনির দিক সম্পর্কে জানতে চান। কিন্তু সচরাচর যেভাবে প্রশ্ন করা হয় সেভাবে না করে তাদের ক্ষেত্রে ভিন্ন এক পদ্ধতি অবলম্বন করা হয়। কম্পিউটারের মনিটরে মোনালিসার ছবি রেখে প্রত্যেককে নির্দিষ্ট ২৬ ইঞ্চি দূরে বসিয়ে প্রশ্ন করা হয় মোনালিসার কোন দিকে তাকিয়ে রয়েছে? একই সাথে মনিটরে মোনালিসার ছবিকে জুম ইন করে কাছে এনে এবং জুম আউট করে দূরে সরিয়ে দিয়েও দেখানো হয়। এরপর প্রত্যেক অংশগ্রহণকারীকে ১.৩ ইঞ্চি ডান এবং বামে সরিয়েও তাদের দেখানো হয়। সবগুলো পদ্ধতি প্রয়োগ করার পরই তারা সিদ্ধান্ত নেন যে মোনালিসা দর্শকের থেকে ১৫ ডিগ্রি ডানে তাকিয়ে রয়েছে। -সিএনএন
আপনার মতামত লিখুন :