আজ মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:২৯ পূর্বাহ্ন
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বিডি সংবাদ৭১ সম্পাদক রফিক চৌধুরীর শোক।
বিডি সংবাদ একাত্তর ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র,জাতীয় নেতা ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহ হে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। শনিবার সকাল ১১টায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭২ বছরের রাজনৈতিক ব্যক্তিত্ব নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিশিষ্ট ফ্যাসন ডিজাইনার সামাজিকও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গনমাধ্যম কর্মি এবং জনপ্রিয় অনলাইন ভিডিও নিউজ পোর্টাল এর প্রকাশকও সম্পাদক জনাব রফিক চৌধুরী।। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে শোক প্রকাশে জনাব রফিক চৌধুরী বলেন, স্বাধীনতা কামি বহু নেতার মধ্যে অন্যতম নেতা শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সুযোগ্য রাজনীতিবিদ কে হারালো ।আমি মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।