আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
মধুখালী ব্যবসায়ীদের মরার উপর খরার ঘাঁ।
মেহেদী হোসেন পলাশ
মধুখালী ফরিদপুর।
ফরিদপুরের মধুখালীতে রেলগেটে অবস্থিত মহাসড়ক সংলগ্ন দোকান মালিকদের ফরিদপুর সড়ক বিভাগ হতে এক নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী ফায়ার সার্ভিস স্টেশন হতে মধুখালী বাজারের পশ্চিম প্রান্ত পর্যন্ত যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করা হবে, সাত দিনের মধ্যে দোকানের মালামাল অন্যথায় সরিয়ে নিতে হবে। এতে করে ব্যবসায়ীদের মরার উপর খরার ঘাঁ হয়েছে। গত নভেম্বর হতে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে দীর্ঘদিন লকডাউন ছিল, সে সময় ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রেখে ঘর ভাড়া দিতে হয়েছে। এক টাকা ইনকাম না হলেও খরচ করতে হয়েছে পরিবারের প্রয়োজনে । লকডাউন তুলে নেওয়া হলেও স্কুল-কলেজ এখনো বন্ধ রয়েছে। অফিস-আদালত ও পরিবেশ এখনো আগের অবস্থানে ফিরে আসেনি। এমত অবস্থায় এমন নোটিশ পেয়ে ব্যবসায়ীরা দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে।
রেলগেটে সাধারণত লাইব্রেরী, স্টেশনারি, কসমেটিক্স, স্টুডিও এসকল দোকানপাট রয়েছে, এদের বেশিরভাগ ক্রেতাই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা, তাই স্কুল-কলেজ না খোলা পর্যন্ত দোকানির বেচাকেনা স্বাভাবিক হবে না, মন্দাভাব নিয়ে পার করতে হবে এই বছরটি।
গতবছর একাধিকবার নোটিশ জারি করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তাই বেশিরভাগ জায়গা এখন দখলমুক্ত। মধুখালী রেলগেটের ব্যবসায়ীরা আশা করে দেশ ও বিদেশের করণা পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরেই ফরিদপুর সড়ক বিভাগ যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।