আজ শনিবার, ০৩ Jun ২০২৩, ০১:১৮ অপরাহ্
মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মেলন সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক কাশেদুর রহমান
সিনিয়র রিপোর্টার সেলিম আহমেদ মক্কা, প্রতিনিধি বিডি সংবাদ একাত্তর
মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন -২০২৩ মক্কায় এক ক্লাবে অনুষ্ঠিত হয়।
জাতিয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে উদ্বোধন করেন জনাব আব্দুল হক।
সভাপতিত্ব করেন আহ্বায়ক আমির হোসেন ও পরিচালনা করেন সদস্য সচিব সেলিম আহমেদ, তাজুল ইসলাম, মোরশেদুল আলম নিবিল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান সাইফু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রবাসী কমিউনিটি আওয়ামীলীগের সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক সাকেরুল্লাহ সাহেদ, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, শমসের আলম, শফিকুর রহমান, রফিকুল ইসলাম, আবুল বাশার সিকদার,আব্দুর সাত্তার ভূট্টো, মোঃ নুরুল্লাহ, শাহজাহান সোলেমান, হাসান আমিন ভূঁইয়া প্রমুখ।
আরও বক্তব্য রাখেন আনোয়ারুল হক, মোঃ ফরিদ, মেহেদী হাসান, আজাদ চৌধুরী, আব্দুর রশিদ, রিদওয়ান হক, জাফর আলম, রিদওয়ান করিম, মোঃ সেলিম, মোঃ ফোরকান, সহ অনেকে।
সম্মেলন পরবর্তী ২য় অধিবেশন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশনার শাহজাহান সোলেমান । সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে জনাব রফিকুল ইসলাম সভাপতি ও কাসেদুর রহমান কাসেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নির্বাচিত নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনে নৌকার প্রতিককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাপক সমাগমের মাধ্যমে অনুষ্ঠান সফল করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।