বিশ্বময় প্রবাসীদের সংগঠন এনআরবি গ্লোবাল এর ভার্চুয়াল ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।


rafiq প্রকাশের সময় : মে ১৭, ২০২১, ০৩:০৭ / ৭১৬
বিশ্বময় প্রবাসীদের সংগঠন এনআরবি গ্লোবাল এর ভার্চুয়াল ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।

বিশ্বময় প্রবাসীদের সংগঠন এনআরবি গ্লোবাল এর ভার্চুয়াল ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।

রফিক চৌধুরী বিডি সংবাদ ৭১ ঃ১৫ মিলিয়ন প্রবাসীদের প্রানেঁর সংগঠন এন আর বি গ্লোবাল এর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ করে প্রবাসী রেমিট্যান্স হিরোদের একাকী নিরানন্দ জীবনে একটু বিনোদন দেওয়ার লক্ষ্যে আয়োজন করে ভার্চুয়াল ঈদ আনন্দ মেলা ও মেগাজিন অনুষ্ঠান

উক্ত ঈদ আনন্দ অনুষ্ঠানে
সংগঠন এর প্রতিশ্ঠাতা প্রেসিডেন্ট মিস্টার তারেক বাবুর সভাপতিত্বে যৌথ সঞ্চালনায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট মিস্টার আতাউল খানঁ,
অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে দেশ ও প্রবাসের সকল বাংলাদেশীরা অনুষ্ঠানটি উপভোগ করে। বিশেষ করে এই প্রথম বারের মতো ইউরোপ এর সাথে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের যূক্ত করার কারনে বিশ্বময় হয়ে উঠে উক্ত ঈদ আনন্দ মেলা ২০২১] এই জন্য মধ্যেপ্রাচ্য প্রধান -সমন্বয়ক ও এক্সিকিউটিভ এমবেচেডর জনাব রফিক চৌধুরী তার বক্তব্যে এন,আর,বি, গ্লোবাল এর নেতৃবৃন্দের বিশেষ করে ফাউন্ডার্স প্রেসিডেন্ট মিস্টার তারেক বাবু ও এন,আর,বি গ্লোবাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জমজমাট এই ঈদ আনন্দ মেলায় শুরতে কেবিনেট এর পক্ষে উদ্ভোধনী বক্তব্যে- এন,আর,বি,গ্লোবাল এর ফাউন্ডিং প্রেসিডেন্ট মিস্টার তারেক বাবু বলেন, এই করোনা মহামারীর কারণে আমরা অনেককে হারিয়েছি বিশেষ করে অনেক প্রবাসী ভাইদের ও হারিয়েছি,
আমি সেই সকল ভাই বোনদের রুহের মাগফেরাত কামনা করছি। আপনারা জানেন এই প্রবাসীরা হলেন রেমিট্যান্স হিরো, এই প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি, কিন্তু সবচাইতে প্রবাসীরাই অবহেলিত আমরা এই অবহেলিত প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করছি এই জন্য সবার সহযোগিতা চাই। এই এন আর বি গ্লোবাল প্রবাসীদের দেশ ও মাতৃভূমির ঐকান্তিক সেতু বন্ধন আসুন আমরা মিলে মিশে দেশ ও প্রবাসীদের কল্যাণ এ কাজ করি, আমাদের ফেইসবুক আর সোসাল মিডিয়াই ভাইরাল হওয়া উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য সত্যি কার প্রবাসীদের দুঃখ দূর্দশা দূর করার লক্ষ্য নিয়ে কাজ করে এগোতে হবে এগোচ্ছি এই বিষয়ে সরকারের উপর মহলে কথাবার্তা বলে সমস্যার সমাধান বের করতে হবে,তিনি তার বক্তব্যে আজকের ভার্চুয়াল ঈদ আনন্দ মেলা যাদের কারনে সফল ভাবে করতে পেরেছেন সেই সকল পর্দার পিছনে সামনে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, শিল্পী কলাকৌশলী যাদু শিল্পী সংগীত শিল্পী নৃত্য শিল্পী কৌতুক শিল্পী কবিতা আবৃত্তিকার ও বিশেষ করে ইয়ং কংগ্রেস আইটি সেক্টর সিয়াম ও মোক্তার সহ সকলকে ধন্যবাদ জানান,
পূর্ণ দৈর্ঘ্য দু’ঘন্টার এই ম্যাগাজিন অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন এই সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী মারলিন টুকটুকি, তার সুন্দরতম বাচনভঙ্গি আর মধুময় রসালো উপস্থাপনায় অনুশ্ঠানে নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ গান কৌতুক জাদু মুখাভিনয় এবং কবিতা। আলোচনায় অংশগ্রহণ করেন এনআরবি গ্লোবাল এর কেবিনেটের পক্ষ থেকে ,সিলিকন ভ্যালি থেকে পাবলিক রিলেসন সেক্রেটারী মোহম্মদ শরীফ সুমন,ঢাকা থেকে প্রেস সেক্রেটারি সুরাইয়া মুন্নী । গানে অংশগ্রহণ করেন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস থেকে সাদিয়া রাহমাতুল্লাহ ইসরাইল, মূকাভিনয় করেন আন্তর্জাতিক মূকাভিনেতা হলিউড থেকে কাজী মশহুরুল হুদা বাংলাদেশ থেকে বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক পরিচালক ফেরদৌস ওয়াহিদ এবং এনআরবি গ্লোবাল এর থিম সং লেখক গায়ক গীতিকার সুরকার আসিফ আলতাফ এবং আরেকজন আন্তর্জাতিক শিল্পী ফাতেমা-তুজ-জোহরা এছাড়া কৌতুকে অংশগ্রহণ করেন সারা বাংলাদেশে দুলাভাই খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং জাদু দেখিয়ে সবাইকে অনেক আনন্দ দেন বিশিষ্ট জাদুকর শাহিন শাহ । শুভেচ্ছা বার্তা সহ একটি সুন্দর প্রতিবেদন ছিল মিসেস বাংলাদেশ ২০১৯ এবং মিস ওয়ার্ল্ড ২০২০ মুনজারিন অবনী, কবিতা আবৃত্তি করেন জান্নাত সুইমি এবং নৃত্য পরিবেশন করে সিনথাহিনা অপ্সরা। অনুষ্ঠানটি পুরা সঞ্চালনায় ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী এবং সঞ্চালক মারলিন টুকটুকি সঙ্গে ছিলেন তারেক বাবু এবং আতাউল খান । কারিগরি এবং অন্যান্য সহযোগিতায় ছিলেন আই টি ম্যান খ্যাত ইয়ং কংগ্রেস ( এন আর বি গ্লোবাল)এর সিয়াম আহমেদ এবং ইয়ং কংগ্রেস কনভেনর মোঃ মুক্তার হোসেন । অনুষ্ঠানটি প্রায় দুইঘন্টা যাবত চললেও কোন দর্শক-শ্রোতা ই অনুষ্ঠানে বিরক্ত অনুভব করেননি বলে আমরা জানতে পেরেছি। ভার্চুয়ালি প্রথম আয়োজন হিসাবে এক কথায় অনুষ্ঠানটি ছিল অসাধারন ও জাকজমক পূর্ন । মধ্যপ্রাচ্য থেকে রফিক চৌধুরী বিশেষ এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ ও সকল কলাকৌশলীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, অনুষ্টানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে এনআরবি গ্লোবাল নেতৃবৃন্দ ও বহিবিশ্বে সকল প্রবাসী ভাইয়েরা সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেন এনআরবি গ্লোবাল এর সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতে আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার দেবে বলে আশা প্রকাশ করেন। পরিশেষে এনআরবি গ্লোবাল পরিবার সবসময় আপনাদের প্রবাসীদেরআ পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মত প্রকাশ করেন।

(বি দ্রঃ অনুষ্ঠানটি দেখতে চাইলে এনআরবি গ্লোবাল পেজ ভিজিট করতে পারেন
Tarik Babu
Founding President NBR Global.
https://www.facebook.com/groups/1422354944625555
NRB Global YouTube Channel
Subscribe our Youtube Channel:
https://www.youtube.com/channel/UCqOkpldBPoXCpi62nt9UioQ
NRB Global Website
visit our website:
https://nrbglobal.org
Best Regards
On behalf of NRB Global Non-resident Bangladeshi
Home Office: Los Angeles

ব্রেকিং নিউজ :
Shares