আজ শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৯ পূর্বাহ্ন
রফিক চৌধুরী বিডি সংবাদ ৭১জেদ্দার কনসাল জেনারেলের দায়িত্বে মোহাম্মদ নাাজমুল হক
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল
হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজমুল হক। বর্তমানে তিনি বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। সেখান থেকে আগামী ১১ এপ্রিল তিনি জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে যোগ দেবেন।
সংবাদ মাধ্যমকে তিনি এটি নিশ্চিত করেছেন মোহাম্মদ নাজমুল হক। তিনি জানান, নতুন কর্মস্থলে যোগ দিতে আগামী ১০ এপ্রিল তিনি বার্মিংহাম থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছাবেন।
আড়াই বছর ধরে বার্মিংহামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন নাজমুল হক। এর আগে তিনি ওয়াশিংটন, মেক্সিকো সিটি ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ও মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এবারে তিনি কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করবেন সৌদি আরবের জেদ্দায়
মোহাম্মদ নাজমুল হকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানছারামপুর উপজেলায়। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। নাজমুল হকের স্ত্রী রাশেদা রওনক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক।