বাংলাদেশের সম্মান অক্ষুন্য-সারাদেশে আনন্দের বন্যা।


rafiq প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০১৯, ০৩:২৯ / ৮৫২
বাংলাদেশের সম্মান অক্ষুন্য-সারাদেশে আনন্দের বন্যা।

বিডি সংবাদ একাত্তর ডেস্ক  ৩৫ বলে ৩৯ করে সৌম্য সরকারের স্টাম্প গেল খলিল আহমেদের বলে। শেষ ৩ ওভারে বাংলাদেশের জিততে দরকার ৩৫ রান। মন্থর হয়ে আসা উইকেটে বেশ কঠিন সমীকরণই তখন। সৌম্যের সঙ্গে জুটিতে ৬০ রান তুলে মুশফিকুর রহিমের ব্যাট তখনো ভরসার নাম। এমন চ্যালেঞ্জিং সময়ে ক্রিজে এলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এই ভারতের বিপক্ষেই টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষটা করতে না পারার ক্ষত তাদের দগদগে। আবার শেষটা করার দায় ঘাড়ে পড়ল তাদেরই উপর। নাহ, এবার আর ভুল নয়। তুলির আঁচড়ে শেষটা দারুণভাবেই রাঙালেন মুশফিক। ছক্কা মেরে খেলা শেষ করলেন মাহমুদউল্লাহ। দেশের ক্রিকেটে দমবন্ধ সময়, দিল্লির বায়ু মন্ডল  ফুস ফাস । সব শেষ টাইগার রা  নিয়ে এলো এক ঐতিহাসীক জয় বাংলাদেশ পেল দারুণ স্বস্তি,

ব্রেকিং নিউজ :
Shares