শিরোনাম
  সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি  হাফেজ-ফয়সাল ও মুসফিক এর স্বর্ণপদক লাভ।        আব্দুল জব্বারদের নামও সিলেটের ইতিহাস থেকে মুছা যাবে না, প্রতিমন্ত্রী মাহবুব আলী       কুলাউড়ায় এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       লোহাগাড়া বন্যার্তদের মাঝে নেছার আহমদ’র সহযোগিতায় শতাধিক পরিবারে তারেক আজিজ চৌধুরী’র মানবিক উপহার       ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম মোহনপুর পুরাতন বাজার,       কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,মছিবর আলী সভাপতি, শাহ সমুন সাধারণ সম্পাদক,মাহফুজ সাকিল, সাংগঠনিক,       ওমরাহ আসা হাজীরা ২৯ শে জিলক্বদ ২১শে মের মধ্যে নিজ দেশে ফেরত না গেলে জেল জরিমানা সহ ১০ বছরের জন্য নিষিদ্ধ       ইমু চক্ররের ফাদঁএ সৌদি প্রবাসী রাসেল আজ নিঃস্ব, দোষীদের দিশ্ঠান্ত মূলক শাস্তি দাবি।       সকাল ৮টা ৩০ মিঃ এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে চন্দ্রঘোনা আবাসিক এলাকা হজরত মা আয়েশা সিদ্দিকা (রা) সুন্নিয়াহ শাহ জামে মসজিদে,       কেন্দ্রীয় জাসাস এর সদস্য সচিব, জাকির হোসেন রোকন কে জেদ্দায় উষ্ণ অভ্যার্থণা সৌদি আরব জাসাস এর।    

আজ বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ অপরাহ্

রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে আগামী ২০১৯-২০ অর্থবছর থেকে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা। এ জন্য শুল্ক সুবিধা দিতে ব্যাগেজ রুলসে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে প্রতি ভরি সোনা আনার ক্ষেত্রে তিন হাজার টাকা শুল্ক দিতে হয়। আগামী অর্থবছরে এটি ভরিপ্রতি দুই হাজার টাকা করা হতে পারে। তবে বিদ্যমান অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

ব্যাগেজ রুলসের বিদ্যমান শর্ত অনুযায়ী, অবশ্যই যাত্রীদের বিদেশ থেকে আনা সোনা বার বা স্বর্ণপিন্ড হতে হবে। একজন যাত্রী একসঙ্গে ১২টির বেশি সোনার বার আনতে পারবেন না। বর্তমানে একজন যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনতে পারেন। এ ছাড়া শুল্ক দিয়ে সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ ভরি ওজনের সোনার বার আনতে পারেন। এই শর্ত অপরিবর্তিত রেখে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের সোনার বাজারে শৃঙ্খলা আনতে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের স্বর্ণনীতি নিয়ে একাধিক বৈঠক হয়েছে। সেখানে বিদেশ থেকে আসা যাত্রীদের ব্যাগেজ রুলস সংশোধন করে ভরিপ্রতি শুল্ক দুই হাজার টাকার সুপারিশ করা হয়েছিল। যাত্রীদের সোনা আনার ক্ষেত্রে শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, সোনা আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকে একাধিক সোনা ব্যবসায়ী আবেদন করলেও তা অনুমোদন দেওয়া হয়নি। ব্যাগেজ রুলসের আওতায় সোনা আনার ক্ষেত্রে শুল্ক কমানোর বিষয়ে সরকার আমাদের সঙ্গে একমত হয়েছে। বর্তমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন যাত্রী টেলিভিশন, স্বর্ণালংকার ও সোনার বার, হোম থিয়েটার, রেফ্রিজারেটর ও ফ্রিজারসহ ১২ ধরনের পণ্য শুল্ক দিয়ে দেশে আনতে পারেন। বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে প্রতি ভরির জন্য শুল্ক তিন হাজার থেকে কমিয়ে দুই হাজার টাকা করা হতে পারে আগামী অর্থবছরে।

এদিকে গত ২৮ মে দেশের সোনা ব্যবসায়ী ও স্বর্ণালংকার প্রস্তুতকারীদের কাছে অঘোষিত বা অবৈধভাবে থাকা সোনার মজুত ঘোষণায় আনার সুযোগ দিয়েছে এনবিআর। এই সুযোগ আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। এ জন্য প্রতি ভরি সোনা ও সোনার গয়নার জন্য এক হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডের জন্য ছয় হাজার টাকা ও প্রতি ভরি রুপার জন্য ৫০ টাকা কর দিলেই হবে। এভাবে মজুত থাকা ‘কালো’ সোনা ‘সাদা’ করা যাবে।

তবে সোনা ব্যবসায়ীরা যাতে সহজেই এই সুযোগ নিতে পারেন, সে জন্য এক অভিনব মেলা করতে যাচ্ছে এনবিআর। ২৩, ২৪ ও ২৫ জুন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোনা মেলার আয়োজন করা হচ্ছে। তিন দিনের ওই মেলায় সোনা ব্যবসায়ীরা নির্দিষ্ট ফরম পূরণ করে পে-অর্ডারের মাধ্যমে কর দিতে পারবেন। অর্থাৎ মেলার মাধ্যমে ‘কালো’ সোনা ‘সাদা’ করার সুযোগ দিতে যাচ্ছে এনবিআর।

এই সুযোগ যেসব ব্যবসায়ী নিতে পারবেন না, তাঁদের জন্য খারাপ খবরও আছে। আগামী জুলাই মাস থেকে কালো বা অবৈধ সোনার মজুত খুঁজতে মাঠে নামবে এনবিআর। কোনো সোনা ব্যবসায়ীর মজুতে কালো সোনা থাকলে ওই সোনার মূল্যের ওপর নির্ধারিত হারে কর ও জরিমানা আদায় করা হবে।
৩০ জুনের পর কোনো ব্যবসায়ীর কাছে অঘোষিত সোনার মজুত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত হারে কর যেমন আদায় করা হবে, তেমনি জরিমানাও গুনতে হবে

 
 
 

আরও পড়ুন

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি  হাফেজ-ফয়সাল ও মুসফিক এর স্বর্ণপদক লাভ। 

আব্দুল জব্বারদের নামও সিলেটের ইতিহাস থেকে মুছা যাবে না, প্রতিমন্ত্রী মাহবুব আলী

কুলাউড়ায় এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লোহাগাড়া বন্যার্তদের মাঝে নেছার আহমদ’র সহযোগিতায় শতাধিক পরিবারে তারেক আজিজ চৌধুরী’র মানবিক উপহার

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম মোহনপুর পুরাতন বাজার,

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,মছিবর আলী সভাপতি, শাহ সমুন সাধারণ সম্পাদক,মাহফুজ সাকিল, সাংগঠনিক,

ওমরাহ আসা হাজীরা ২৯ শে জিলক্বদ ২১শে মের মধ্যে নিজ দেশে ফেরত না গেলে জেল জরিমানা সহ ১০ বছরের জন্য নিষিদ্ধ

ইমু চক্ররের ফাদঁএ সৌদি প্রবাসী রাসেল আজ নিঃস্ব, দোষীদের দিশ্ঠান্ত মূলক শাস্তি দাবি।

সকাল ৮টা ৩০ মিঃ এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে চন্দ্রঘোনা আবাসিক এলাকা হজরত মা আয়েশা সিদ্দিকা (রা) সুন্নিয়াহ শাহ জামে মসজিদে,

কেন্দ্রীয় জাসাস এর সদস্য সচিব, জাকির হোসেন রোকন কে জেদ্দায় উষ্ণ অভ্যার্থণা সৌদি আরব জাসাস এর।

অন্যের স্ত্রী নিয়ে পালিয়ে গেলেন ফ্রান্স আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রানা চৌধুরী। হতবাক কমিউনিটি

প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিলো তিন সন্তানের জনক মধুখালীর পোল্ট্রি ফিড বিক্রেতা রুমি।

চট্টগ্রাম শহরের একটি বিশেষ দোকান! “পীতাম্বর শাহ”, ৩৩২ নং, বক্সির হাট, চট্টগ্রাম

জাতীয়তাবাদী প্রবাসী বিএনপি পরিবার ওয়ার্ল্ড অনলাইন এর আত্বপ্রকাশ।

কোন ঋতুতে কোন সবজি চাষের উপযোগী।

দুর্গা পুজা সকল ধর্মের লোকদের উৎসব প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে-নায়ক আলমগীর

শুভেচ্ছা ব্যান্ডের ভার্চুয়াল লাইভ শো তে আজ আসছেন সুপার হিট নায়িকা সাহানুর ও চ্যানেল আই সেরা কন্ঠের নান্নু-আজ রাত ৬-৩০মিঃ

মির্জা মিলনের জনপ্রিয়তায় ভীত হয়ে অপপ্রচার, প্রতিবাদে মিলনের সংবাদ সম্মেলন

সালাউদ্দিন সরকার সভাপতি, নুর আলম সাধারণ সম্পাদক ও রবিউল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক করে কান্দারা যুবদল ঘোষণা,

যুবদলের যূগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির এর মায়ের মৃত্যুতে বি এন পির উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান এর শোক প্রকাশ।

 

Top
ব্রেকিং নিউজ :
Shares