প্রবাসীদের দূরর্দর্শা তুলে ধরে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের, আহবান জানিয়েছেন, সৌদি আরব বি এন পি


rafiq প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৯:০০ /
প্রবাসীদের দূরর্দর্শা তুলে ধরে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের, আহবান জানিয়েছেন, সৌদি আরব বি এন পি

প্রবাসীদের দূরর্দর্শা তুলে ধরে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের, আহবান জানিয়েছেন, সৌদি আরব বি এন পি,সৌদিআরবে বাংলাদেশ রিপোটার্স এশোসিয়াশন অব ইলেকট্রনিকস এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপরোক্ত কথা বলেন,

শ্বৈরচার পতনের পর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান সৌদি আরব পশ্চিম অন্চল বি এন পির নেতৃবৃন্দ।
জেদ্দা থেকে আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী জানান।
সৌদি আরব বি এন পির আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলি মুকিব এর নির্দেশে, সৌদি আরবে বাংলাদেশ রিপোর্টার্স এশোসিশন এর সাথে হোটেল সিজন এ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব,মীর মনিরুজ্জামান তপন। এতে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও পশ্চিমাঞ্চল যুব দলের সভাপতি আব্দুল মান্নান।
এবং, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন।
প্রবাসীদের দূরর্দর্শা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর আহবান জানিয়ে বি এন পির নেতৃবৃন্দরা বলেন
বি এন পি কমতায় গেলে এয়ারপোর্টে ও দূতাবাস গুলোতে প্রবাসীদের সকল হয়রানি বন্ধ করে মানসম্মত সেবা ও সম্পুর্ন সরকারি খরছে প্রবাসীদের লাশ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
তারা বলেন সাংবাদিক হলেন জাতির বিবেক সটিক তথ্য তুলে ধরাটা হচ্ছে আপনাদের দায়িত্ব ।
কিন্তু শ্বৈরচার সরকারের আমলে আপনাদের কন্ঠরোদ করলেও এখন আর সে ভয় নেই। আপনারা সংবাদ পরিবেশনে পেশাদারিত্বর পরিচয় দিবেন আমরা এটাই প্রত্যাশা করি।
উক্ত মত বিনিময় সভায় এশোসিশন এর পক্ষ থেকে সাংবাদিকদের নানান প্রতিব্ধকতা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠন এর প্রধান উপদেষ্টা রুমি সাঈদ,
সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল।
এছাড়া ও বক্তব্য রাখেন সোহেল রানা,
চৌধুরী মাসুদ সেলিম, সাজেদুল ইসলাম,
হানিছ সরকার উজ্জ্বল,
মোহাম্মদ ফিরোজ, সৈয়দ আহমেদ,
কাউসার আব্দুস সালাম, রফিক চৌধুরী, এবি এস রাব্বি, নোমান ও রনি, প্রমুখ।

ব্রেকিং নিউজ :
Shares