আজ বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:৩৬ পূর্বাহ্ন
বিনোদন বিডি সংবাদএকাত্তর নতুন গানে নতুন রূপে আসছে পিংকি ইসলাম
অনলাইন প্রতিবেদক:দুই বছর আগে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখে সিডি চয়েস এর ব্যানারে আভরাল শাহীরের কথা ও সুরে”মেলা“শিরোনামের একটি গানে দর্শক হৃদয়ে জায়গা করে নেই সংগীত শিল্পী পিংকি ইসলাম।
এরপর দীর্ঘ দুই বছর পার হয়ে গেলে ও নতুন কোন গানে দেখা যায়নি পিংকিকে,তবে ফেসবুক টুইটারে ছিলেন ভক্তদের কাছাকাছি,
কিছুদিন ধরে পিংকির ফেসবুক ষ্ট্যাটাসে লক্ষ্য করলে দেখা যায় পিংকি র বেশ কিছু নতুন ছবি যেখানে নিজেকে ভিন্ন লুকে উপস্থাপন করেছে পিংকি।
সেই সাথে পিংকি তার টাইমলাইনে একটি ষ্ট্যাটাসে লিখেছেন : অনেকদিন কেটে গেলো, জানিনা ভক্তের হৃদয়ে কতটুকু জায়গা আমার,আবার আসছি মেলা গানের পর নতুন চমক নিয়ে
সব মিলিয়ে ভক্তরা ধরেই নিয়েছে নতুন গান নিয়ে আসছে পিংকি
তবে নতুন কোন অ্যালবাম বা গানের ব্যাপারে পিংকি আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।