আজ শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
তরুণ লেখক ও সাংবাদিক সৈয়দ ইফতেখারের, ছড়ার দেশে,যাচ্ছি ভেসে, বইটি সাড়া জাগিয়েছে।
রফিক চৌধুরী বিডি সংবাদ ৭১ঃ অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক, সাংবাদিক ও উপস্থাপক সৈয়দ ইফতেখার-এর প্রথম বই, ‘ছড়ার দেশে, যাচ্ছি ভেসে, হেসে হেসে’।মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে ইন্তামিন প্রকাশনের স্টলে। স্টল নম্বর ২৫৯-২৬০-২৬১। বইটির মূল্য ১৫০ টাকা। এছাড়া বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে। তরুণ এই লেখক সাংবাদিক সৈয়দ ইফতেখার বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন “এখন”
এ কর্মরত আছেন।
ছড়ার মাধ্যমে ২০০৬ সাল থেকে জাতীয় পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন। শখের বসে নির্মাতা হিসেবে তৈরি করেছেন প্রামাণ্যচিত্র ও শর্ট ফিল্ম। ২০১৬ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তরুণ লেখক হিসেবে সম্মাননায় ভূষিত হন সৈয়দ ইফতেখার। সম্ভাবনা ময় তরুণ এই লেখক এর ছড়ার দেশে, যাচ্ছি ভেসে, হেসে হেসে’। বইটি বেশ সাড়া জাগিয়েছে ছোট্ট মনিদের,