আজ বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্
ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম মোহনপুর পুরাতন বাজার,
বিশেষ রিপোর্টার :বায়েজীদ খন্দকার ঃ যানান
কুমিল্লার, চান্দিনা, উপজেলার মোহনপুর পুরাতন বাজার।
একটা সময় অনেক জমজমাট ছিল এ বাজার নানা কারণে হারাতে বসেছিল এ বাজারের নাম। তাই এলাকাবাসী সকলে মিলে মিশে এ বাজার কে আবার নতুন রূপে ফিরিয়ে আনতে কোরবান কে সামনে রেখে এ বাজারে গরুর বাজার দেওয়ার ব্যবস্থা করেন।ইতিমধ্যে বাজারে আশেপাশে বেপারি সহ খামারিদের ছোট-বড় অনেক গরু উঠেছে বাজারে। অন্যান্য বাজারের তুলনায় এ বাজারের গরুর দাম কিছুটা কম দেখা গেছে। এলাকাবাসী বলেন আমরা যেমনটা আশা করিনি তার থেকে ভালো ফলাফল পেয়েছি। আমাদের হাটে ভালো গরু বেচাকেনা চলছে।এ বাজারকে আবার ফিরে পেয়ে এলাকাবাসী বেপারি এবং খামারিরা সবাই অনেক খুশি।