গিয়াস উদ্দিন আহম্মেদ———————— কস্ট আমার প্রিয় বন্ধু। কখনো আমায় ছেড়ে যায় না।
আমার প্রতিটা মূহুর্তে পাশে থাকে। অনেক দিয়েছে আমাকে। সুতরাং কষ্টের ঋণী। শোধ করা যাবে না।
সুখ বড় স্বার্থপর। কখনো মুখ ফিরিয়ে থাকাইনি।
অনেক চেয়েছি কখনো এতটুকু সুখ আমায় দেয়নি।
সুতরাং সুখ আমার কাছে ঋণী। আমি জেনে গেছি সুখ ঋৃণ শোধ করার সুযোগ আর পাবে না। আর সময় নাই। আর আমি সপ্ন দেখি না। এখন অপেক্ষা শুধু আমার কষ্ট গুলোকে ছুটি দেওয়া।
কেউ জানতেও ছেয়ো না কি আমার কষ্ট ? কষ্ট আমার এত প্রিয় কাউকেই শেয়ার করব না। কষ্ট শুধু আমার। কষ্টের ইতিহাস খুবই লম্বা এবং কঠিন।
1971 থেকে 2019 লিখে আর বলে শেষ হবে না বন্ধু। আমার বন্ধু Shaila Rahman Tithi বলেছে লিখে দেবে ?। হয়তো সেই সুযোগও হবে না। সময় কই?
তবুও আমি আছি থাকবো। ভালবেসে মরবো।
এখন শুধু অপেক্ষা।
আপনার মতামত লিখুন :