ওমানে পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোগে হোটেল পটিয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
rafiq
প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২১, ০৬:২১ /
৫৭৬
ওমানে পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোগে হোটেল পটিয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিয়াদ হোসেন রিমন, স্টাফ রিপোর্টার পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোগে ওমান বারকা সানাইয়া ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্টান পটিয়া হোটেলের আয়োজনে এবং পটিয়া প্রবাসী ক্লাবের প্রধান উদ্যোক্তা এম,এ,আজিজ চৌধুরীর দিক নির্দেশনায় জিয়াউদ্দিন সাইফুল এর সার্বিক সহযোগিতায় পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোক্তা শহিদুল ইসলাম ফরিদ উক্ত মাহফিল আয়োজন করেন। বিশ্বব্যাপী করোনা সঙ্কটের কারণে সীমিত আকারে প্রথম ধাপে ১০০ প্রবাসীদের জন্য উক্ত ইফতারের আয়োজন করেন।আগামীকাল দ্বিতীয় ধাপে আরো ১০০ রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হবে বলে জানায়েছেন পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যক্তা জনাব শহিদুল ইসলাম ফরিদ, ও এম আব্দুল আজীজ চৌধুরী।
পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোক্তা শহিদুল ইসলাম ফরিদ জানান করোনা পাদুর্ভাব ও সাস্হ মন্ত্রালয়ের বিশেষ নিদর্শনার কারণে বেশি লোকের গনজমায়েত করতে পারিনি তাই আমারা ধারাবাহিক ভাবে আগামি কাল ও ১০০ লোকের জন্য ইফতারের ব্যাবস্তাহ করবো ইনশাআল্লাহ।ব এটা অব্যাহত রাখার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ ইতি মধ্যে উক্ত কর্মসূচি বাস্তবায়নে দেশে বিদেশের যেই কেউ চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন, ইফতার পূর্ব দোয়া মাহফিল এ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়,
সূত্র বিডি সংবাদ একাত্তর রিপোর্টার
আপনার মতামত লিখুন :