এ কেমন ফাঁকিতে পড়লেন সংগীত শিল্পী পিংকি।


rafiq প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০১৯, ২০:৩৩ / ২৮৭
এ কেমন ফাঁকিতে পড়লেন সংগীত শিল্পী পিংকি।

এ কেমন ফাঁকিতে পড়লেন সংগীত শিল্পী পিংকি

ফিচার সাইফুল রাজীব:-প্রায় দুই বছরপর আবারও ভক্তদের মাঝে নতুন গান নিয়ে আসছেন সংগীত শিল্পী পিংকি ইসলাম

গত সপ্তাহে নতুন গানে কণ্ঠ দিয়েছেন বলে জানিয়েছেন পিংকি,

রেকডিং টাইম

নতুন এই গানটির কথা লিখেছেন এ মিজান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন বেলাল খান।

গানটির নাম ফাঁকি,সম্প্রতি বেলাল খানের সঙ্গে এই গানের বিষয়ে কথা বললে তিনি জানান পিংকি অনেক ভালো গান করে,পিংকির নতুন গানের জন্য অনেক শুভকামনা রইল। তিনি আরো জানান গানটি মেলোডি ফোক এবং ক্লাসিকাল সংমিশ্রণের এক ভিন্নধর্মী গান।

সংগীতশিল্পী পিংকি ইসলাম আরো জানান,অনেকদিন ধরেই ভাবছিলাম নতুন গান করবো,ভালো কিছু করার চেষ্টায় থাকায় একটু দেরী হয়ে গেল ভক্তদের ভালোবাসায় তাই আমি আবারও আমার নতুন গান নিয়ে ফিরে আসতে চলেছি

আমি অনেক আশাবাদী যে ফাঁকি গানটি বাংলাদেশের সকল মানুষের অনেক ভালো লাগবে,ফাঁকি গানটির আরো কিছু কাজ বাকি আছে এবং খুব শিগ্রহী এই মিউজিক ভিডিওর কাজ শুরু হবে,

ব্রেকিং নিউজ :
Shares