আলিফ হাসানের ‘‘¬¬মনের মাঝে তুমি”


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০১৯, ১১:০২ / ৩০৫
আলিফ হাসানের ‘‘¬¬মনের মাঝে তুমি”
কাওছারঃ ছোট বেলা থেকে গানের নেশা আলিফ হাসানের। বাবা-মার প্রেরণায় ছোট বেলা থেকেই¬¬ গানের ¬¬স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল আলিফ হাসানের । দেশের বাহিরে লেখা পড়ায় ব্যস্ত থাকার কারণে এত দিন গান নিয়ে তেমন কিছু করার সুযোগ হয়নি। লেখাপড়ায় খানিক অবসরে তাই সাতটি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করছেন আলিফ হাসান । গান গুলোর সুর ও সঙ্গীত করেছেন শামীম মাহমুদ, আলিফ হাসানের সাথে সহ শিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা জাহান জেদ্দা ও মিতা ফারহানা, এ এ এফ ফিল্মস্ এর ব্যানারে বাংলাদেশের বিভিন্ন স্থানে গান গুলোর ভিজুয়্যাল নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইনজাম হাসান ও সিফাত নিলয়। গানে কন্ঠ দিবার পাশাপাশি মডেল হিসেবে ছিলেন আলিফ হাসান ও নবাগত অভিনেত্রী মেহেরুন মাহিন সহ আরো অনেকে । অ্যালবাম নির্মাণ প্রসঙ্গে আলিফ হাসান বলেন, আমি কোন প্রতিষ্ঠানিক গায়ক না, গাইতে গাইতে গায়েন, মৌলিক গানের কথা গুলো আমাকে দারুন ভাবে প্রভাবিত করছিল ..¬রাতে ঘুম কেড়ে নিচ্ছিল । তাই সাহস করে গান গুলো গেয়েছি। বলতে পারেন মনকে শান্ত করবার চেষ্টা। তরুণ নির্মাতা ইনজাম হাসান বলেন, গান গুলো কথায় ভিন্ন ভিন্ন গল্প আছে, সেই গল্পকে মাথায় রেখে ভিজুয়্যাল নির্মানের কাজ চলছে। আগামী ২৫ জানুয়ারি প্রথম গানটি ইউটিউবে প্রকাশ পাবে । তারপর ভালোবাসা দিবসে আরো দুটি গান প্রকাশ করা হবে ইউটিউবে। মার্চ মাসে ডিজিটাল শেয়ারিং ব্যবহার করে ফেসবুকে আর ইউটিউবে পুরো অ্যালবামের গান গুলো দেখতে পারবেন দর্শক এমনটি জানান প্রযোজনা প্রতিষ্ঠান এ এ এফ ফিল্মস্ ।

ব্রেকিং নিউজ :
Shares