বিশেষ সংবাদ দাতা——
আদমব্যাপারী ও নারী ব্যবসায়ী জাবেদ হোসেন ও জাহেদ হোসেন এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
সৌদিআরবে মক্কা শরীফের আদম ব্যবসায়ী ও নারী ব্যবসায়ী জাবেদ হোসেন পিতা- মৃত মনির আহমদ বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের খান মোহনা গ্রামে। তার ভাই জাহেদ হোসেন দেশের সকল কর্মকান্ড পরিচালনা করেন তার সহযোগী হয়ে।আদমব্যবসা করে মানুষকে পথে বসিয়ে নিজে বানিয়েছে টাকার পাহাড় সৌদি আরবে নারী নিয়ে গিয়ে নারী ব্যবসার ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি জাহেদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা হয় এবং গ্রেফতার হয়। কিন্তু সে টাকা দিয়ে ধরা ছোয়ার বাইরে রয়েছে।তাদের দু জনের বিরুদ্ধে আর ও একটি অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে যার এস ডি আর নং ১৯০৯/১৮ । উক্ত অভিযোগের সুত্রে জানা যায়।বাদী জনাব মোহাম্মদ আবু ছালেহ্ এর নিকট হতে সৌদি আরবের ভিসা বাবৎ জাবেদের পক্ষে তারই ছোট ভাই জাহেদ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা নেয়। কিন্তু যে ভিসাটি তাদের কাছ থেকে ক্রয় করা হয় সে ভিসাটি জাবেদ প্রতারণা করে অন্যত্র বিক্রি করে দেয়।বাদী তাদের কাছ থেকে ভিসার টাকা ফেরৎ চাইলে উক্ত ভিসার টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানায়। জাবেদ দেশে বিয়ে করতে আসলে তাকে এ বিষয়ে সুরাহা করার জন্য বলা হলে সে কৌশলে সময় ক্ষেপন করে কাউকে না জানিয়ে সৌদি আরবে চলে যায় এবং কোন প্রকার যোগাযোগ রাখেনাই। এদিকে অভিযোগের পর তাদেরকে নোটিশ পাঠালে জাহেদ থানায় এসে তদন্ত কর্মকর্তা এস আই খালেদ সাহেবের কাছে অর্থ আত্মসাতের কথা স্বীকার করে এবং তার ভাই জাবেদ এর সাথে কথা বলে পরদিন টাকা ফেরৎ দেওয়ার তারিখ জানাবে বলে যায়। এর পর সে আর থানায় যোগাযোগ করেনি। এদিকে তদন্তকারী কর্মকর্তা তার মোবাইলে ফোন করলে সে ফোন রিসিভ করেনি।এ ব্যাপারে ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :