আজ শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:১৬ অপরাহ্
রফিক চৌধুরী স্পোর্টস নিউজ,আজ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট,জেদ্দা।চট্টগ্রাম বনাম সিলেট সুপার স্টার,
আজ জাতীয়তাবাদী চট্রগ্রাম ফোরাম ও সিলেট সুপার স্টার উদ্বোধনী ম্যাচে জেদ্দা সময় রাত ৯
বহুল কাংখিত সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম বনাম সিলেট সুপার স্টার এর সাথে উদ্বোধনী ম্যাচ হওয়ায় প্রবাসী ক্রীড়ামোদীদের মনে একরাশ আনন্দ বিরাজ করছে সর্বত্র। বিশেষ করে প্রবাসে কাজের ফাঁকে নিরানন্দ জীবনে খেলাদোলার মাধ্যমে নিজেকে মাতিয়ে রাখাই হচ্ছে তার লক্ষ্য, দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে টিমটি রেডি কারার জন্য কাজ করে আসছিলেন তিনি হলেন বিশিষ্ট ক্রীড়ামোদী ও টিম ম্যানেজার জনাব ইদ্রিস সাথে আছেন আর এক ক্রিড়ামোদী ও বিশিষ্ট সংগঠক জনাব আহমেদ রহিম চৌধুরী সহ অসংখ্য ক্রীড়ামোদী নেতৃবৃন্দের , অক্লান্ত পরিশ্রমে আজ আশার মুখ দেখতে পাচ্ছে জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের টিম, তারই ধারাবাহিকতা আজ৷ অংশ নিচ্ছে চট্টগ্রাম একাদশ, বিশেষ করে একটা কথা উল্লেখ করতে হয় আজ আরাফাত রহমা কোকো স্মৃতি পরিষদের একটা আহ্বায়ক কমিটি গঠন করে দেয় বিশিষ্ট সংগঠক জনাব ইমন ইসমাইল , আজকে সেই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে , এই উদ্যোগ নিয়েছে সিলেট ঐক্য পরিষদ তারা সত্যিই প্রসেংসার দাবিদার বলে মনে করেন নেতৃবৃন্দ, সবাই আশা প্রকাশ করছে এই টুর্নামেন্ট আগামীতেও অব্যাহত থাকবে, এ নিয়ে গতকাল পযন্ত যারা জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম একাদশের নানান বিষয়ে তদারকি করেন চট্টগ্রাম ফোরামের সভাপতি জনাব শরিফ মোহাম্মদ হারুন প্রদান পৃশ্ঠপোষক মঈন চৌধুরী আব্দুল আজিজ বাবলু, সাংগঠনিক সম্পাদক রফিক চৌধুরী, আবু তাহের, ইকবাল, মহিউদ্দিন মামমুদল, ফয়েজ আহমেদ কাজী জাকের, আসহাব উদ্দিন, মহিউদ্দিন, এম এ হাসেম আসহাব উদ্দিন খলিলুর রহমান, নাঈম মাহমুদ, আব্দু রাজ্জাক, শেখ ইসমাইল কিং হোসেন, রফিকুল ইসলাম ,পারভেজ সহ অসংখ্য ক্রিড়াবীদ এর উপস্তিতে গতকাল পযন্ত উক্ত টিমের কর্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে উক্ত টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন,
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট,জেদ্দা।আগামী ২৪ সে ডিসেম্বর বৃহস্পতিবার সৌদি সময় রাত ৯ ঘটিকায় আকর্ষণীয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এতে আপনারা আমন্ত্রিত।প্রতিযোগী দল: জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম একাদশ বনাম সিলেট সুপার ষ্টার।
ভেন্যু – আল উজিরিয়া উম্ম্নিয়াতি কমিউনিটি সেন্টারের পাশে আল তাওউন খেলার মাঠ ।
,সূত্র বিডি সংবাদ একাত্তর