রফিক চৌধুরী সৌদি আরব প্রতিনিধি বিডি সংবাদ ৭১ চলতে ফিরতে অক্ষম ও অসুস্থ ব্যক্তিদের কে হজ্জে আসতে নিরউৎসাহিত করার আহবান জানাইয়াছেন। সৌদি হজ্ব মন্ত্রী,
জেদ্দায় বাংলাদেশের ধর্ম উপদেষ্টার ডক্টর আ, ফ,ম,খালিদ হোসাইন এর সাথে সৌদি হজ মন্ত্রীর বৈঠকে এই আহবান জানান।
রফিক চৌধুরী সৌদি আরব প্রতিনিধি নিউজ টুয়েন্টি ফোর ডটকম
২০২৫ সাল হজে দুইটি প্যাকেজ ঘোষণা করা হবে প্রথম প্যাকেজ 1.5 কিলোমিটারের মধ্যে
দ্বিতীয় প্যাকেজ 3 কিলোমিটারের মধ্যে,
২০২৫ সালের হজে যারা অসুস্থ,ক্যান্সারের রুগী, অথবা ডায়ালাইসিস করেন,আন কন্ট্রোল ডায়াবেটিস রক্ত উচ্চচাপ, বিভিন্ন অঙ্গ হানি হুইলচেয়ারে হজ্ব করতে হয় সেই সকল
ব্যক্তিগণ কে স্ব শরীরে হজ্বে না এসে তাদেরকে বদলি হজ করার জন্য আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।
এছাড়া গত 2024 সালের হজে বাংলাদেশি 12 জন হাজি কে বাইপাস সার্জারি করতে হয়েছে বলে জানান সৌদি হজ্ব মন্ত্রী এবং তিনি অসুস্থ ব্যক্তিদের কে হজ্জে আসতে নিরউৎসাহিত করার আহবান জানাইয়াছেন। এর আগে
মক্কায় বাংলাদেশ হজ মিশনের উদ্যোগ মক্কার সবচেয়ে বড় হোটেল ব্যবসায়ী গ্রুপ মিলিনিয়াম হজ কোম্পানির চেয়ারম্যান ডক্টর আরেফ কুতুবী মিনা মুজদালিফা আবাসন ও যাতায়াত ব্যবস্থাপনায় সাথে সংশ্লিষ্ট কোম্পানি গুলোর সাথে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা।
হজ ব্যবস্থাপনায় যে তিনটি খাতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয় মক্কা মদিনায় হাজীদের বাড়ি ভাড়ায় এবং মিনা মুজদালিফায় যাতায়াত ব্যবস্থাপনায়। এবার স্বল্প খরচে উন্নত সেবা, ট্রান্সপোর্ট এক্সসিবিলিটি বিল্ডআপ, খাবারের মান উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ, ফ, ম, খালিদ হোসাইন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি উক্ত সফরের বিষয় বস্তু তুলে ধরে বলেন আমার সাথে সৌদি কতৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে আগামী জানুয়ারি মাসে পূনরায় সফর করার পর আমরা হজ্বের পূর্নাঙ্গ প্যাকেজ ঘোষনা করবে এসময় মাননীয় ধর্ম উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন
ধর্ম মন্ত্রনালয়ের সচিব জনাব মো: আবদুল হামিদ জমাদ্দার ও এডিশনাল সেক্রেটারী জনাব মো: মতিউল ইসলাম। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদ্রুত জনাব এস.এম. রকিবুল্লাহ।
হজ্জ অফিসার জহিরুল ইসলাম, হজ্জ কনসাল আসলাম উদ্দিন
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এম ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই,বাহার উদ্দিন বকুল এস,এ,টিভি, হানিছ সরকার উজ্জ্বল আর টিভি, সেলিম আহমেদ গাজী টিভি, সৈয়দ আহমেদ ভুইয়া চ্যানেল টুয়েন্টি ফোর,
মোহাম্মদ ফিরোজ, নিউজ টুয়েন্টি ফোর,
রফিক চৌধুরী, কিউ টিভি বাংলা ও বিডি নিউজ টুয়েন্টি ফোর ডটকম, মোহাম্মদ রনি, বাংলা টিভি,
এছাড়া ও তিনি জেদ্দা ইন্টান্যাশন্যাল ইসলামিক ফিকাহ একাডেমি (ইফা)
পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন।বাংলাদেশ ধর্ম মন্ত্রনালয়ের সচিব জনাব মো: আবদুল হামিদ জমাদ্দার ও এডিশনাল সেক্রেটারী জনাব মো: মতিউল ইসলাম। রিয়াদ বাংলাদেশ দ্রুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদ্রুত জনাব এস.এম. রকিবুল্লাহ।
এসময় (ইফা) র পক্ষ থেকে উপস্হিত ছিলেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ;গিনি সরকারের সাবেক উপদেষ্টা ; ইনটারন্যাশনাল ইসলামিক ফিকাহ একাডমির সেক্রেটারী জেনারেল মাননীয় প্রফেসর ড. কুতুব মোস্তফা সানু। একাডেমির কেবিনেট ; প্রটোকল ও লিগাল এ্যপেয়ারর্সের ডাইরেক্টর মোহাম্মদ মনডির আল সুক।
মিডিয়া পাবলিক রিলেশন ডাইরেক্টর জনাব মোহাম্মদ ওয়ালিদ আল ইদ্রিছি।
ইন্টারন্যাশনাল কোপারেশন এন্ড রিলেশান অফিসার জনাব ড. আলহাজ মনতা ড্রামি ও রিসেপশন এন্ড পাবলিক রিলেশান সুপারভাইজার জনাব বেলায়েত হোসেন মুন্সি।
আপনার মতামত লিখুন :